একাধিক পদে কোহলি, স্বার্থ সংঘাতের অভিযোগ
ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত এ অভিযোগ এনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল ডিকে জৈন, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও নির্বাহী রাহুল জোহলিকে চিঠি দিয়েছেন তিনি।
ন্যায়পাল বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
সঞ্জীব গুপ্তর অভিযোগ বিরাট কোহলি একসঙ্গে একাধিক পদে বসে আছেন। বিরাট তিন ফরম্যাটে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সঙ্গে কর্নারস্টোন ভেঞ্চার পার্টনারস (এলএলপি) ও বিরাট কোহালি স্পোর্টসে (এলএলপি) কোহালি কো-ডিরেক্টর হিসেবে আছেন।
মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থার সদস্য গুপ্ত বলেছেন, ‘কোহালি দুটো পদে আছেন। যা সুপ্রিম কোর্ট অনুমোদিত বোর্ডের ৩৮(৪) ধারাকে সরাসরি লঙ্ঘন করছে। তাই অবিলম্বে তার কোন একটা পদ ছেড়ে দেওয়া উচিত।’
বিচারপতি জৈন জানিয়েছেন, আমি একটা অভিযোগ পেয়েছি। আমি এটা খতিয়ে দেখবে। ঘটনা সত্য হলে এর ব্যাখ্যা কোহলিকে দিতে হবে।স্বার্থ সংঘাতের অভিযোগ শুধু বিরাট কোহলির নামে নয়।