![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F06%2Fpic-1.jpg%3Fitok%3DjIibB3bG)
ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-ছেলের আঙুল-ঠোঁট কেটে দিল প্রতিপক্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে নারায়ণ সূত্রধর (৭০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় তাঁর ছেলে উত্তম সূত্রধরের (৩৮) ঠোঁটও কেটে ফেলে তারা।
গতকাল রোববার বিকেলে জেলা শহরের গোকর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারায়ণ সূত্রধরের ছেলে সুমন সূত্রধর বলেন, ‘মুছা মিয়া ও আমি একসঙ্গে ট্রাক চালাতাম। তিন বছর আগে ইরাকে যায় মুছা। সেখানে যাওয়ার পর আমার ভাই উত্তমের ব্যাংক হিসাবে এক লাখ ২০ হাজার টাকার পাঠায়। এর পর মুছা তাঁর এক পরিচিত ব্যক্তিকে টাকাগুলো দিতে বলেন। আমি তাঁর কথা অনুযায়ী টাকা পৌঁছে দিই। সম্প্রতি মুছা দেশে ফিরে ওই টাকা আমার কাছে পাওনা বলে দাবি করে। এ নিয়ে বিরোধে মুছা দেশি অস্ত্র নিয়ে হামলা করে আমার বাবার আঙুল ও ভাইয়ের ঠোঁট কেটে ফেলে।’