বিদ্যুৎ বিল দিতে কিডনি বিক্রির ঘোষণা অভিনেতার!
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল সব রকমের কাজ। তাই গেল তিন মাস বিদ্যুতের বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিল ভারতের মহারাষ্ট্র সরকার। সেই অনুরোধ প্রাধান্য দিয়ে মার্চ থেকে মে মাস বিল পাঠায়নি কোনো বিদ্যুৎ বন্টনকারী সংস্থা।
তবে, গেল জুন থেকে বিদ্যুৎ বিল আসা শুরু হয়। তবে বিদ্যুৎ বিলের অংক দেখে মাথায় হাত বলিউড তারকাদের।ইতিমধ্যে মুম্বাই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা টুইট করা শুরু করেছেন তাপসী পান্নু থেকে সোহা আলি খান। সেই তালিকায় নাম আছে হুমা কুরেশি থেকে রাজ কুন্দ্রার। এ তালিকায় নাম ঢুকিয়েছেন আরশাদ ওয়ারসির। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে না লিখে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন ভাতীয় সংবাদমাধ্যম বম্বে টাইমসে।
সেই সাক্ষাৎকারের সংবাদ আরশাদ ওয়ারসির নিজের টুইটারে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ধন্যবাদ রচনা এবং বম্বে টাইমস। অনুগ্রহ করে আমাকে কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল মেটাতে পরের মাসের জন্য আমার একটা কিডনি বরাদ্দ রাখলাম।
এদিকে, তার টুইটটি ভাইরাল হতেই মজা নিচ্ছেন নেটিজনরা। তার এমন রসিকতার তারিফও করছেন অনেক।