আগরতলা (ত্রিপুরা): ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ (আইসিএআর) ত্রিপুরা সেন্টার অপেক্ষাকৃত বড় আকারের এবং দীর্ঘদিন পচনরোধী আনারস চাষের বৈজ্ঞানিক পদ্ধতি উদ্ভাবন করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘ক্লাইমেট রিজিলিয়েন্ট পাইনাপেল প্রোডাকশন টেকনোলজি’।