কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন অজয়

চ্যানেল আই প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৫:৪৪

বলিউডে নির্মিত দেশাত্ববোধক সিনেমাগুলো বরাবরই খুব জনপ্রিয় হয়ে থাকে। আর তাই তো এবার ভারতের লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনা সদস্যদের সংঘর্ষ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। গেল ১৫ জুন মধ্যরাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্যের নির্মম মৃত্যু হয়েছে।

ঘটনাটির পর পরই পুরো দেশটিতে শোকের ছায়া নেমে এসেছিল। গালওয়ান উপত্যকায় সেই সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের বিশেষ সম্মান জানাতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন অজয় দেবগণ। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এমনকি কারা ছবিতে অভিনয় করবেন, তাও চূড়ান্ত হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন অজয় দেবগণের প্রযোজনা সংস্থা। এছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকবেন সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি। এদিকে বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘চীনা ফৌজের বিরুদ্ধে যুদ্ধে গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। তাঁদের নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অজয় দেবগণ।’

বিগত ৪৫ বছরে চীন ও ভারতের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ হয়নি। ১৫ জুন পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার পর থেকেই উত্তপ্ত লাদাখ পরিস্থিতি। এদিকে অজয়ের আসন্ন সিনেমা ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ভারতীয় সেনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেটি ডিজনি হটস্টারে স্ট্রিমিং হবে। অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবিটি ভারত-পাকিস্তান যুদ্ধ অবলম্বনে নির্মিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও