দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত: সাকিব
আরটিভি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৯:৫৪
চলতি শতাব্দীর পরিসংখ্যান বিবেচনায় সাকিব আল হাসানকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি টেস্টে সাকিব রয়েছেন ষষ্ঠতম স্থানে।
দুই ফরম্যাটে উইজডেনের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) তালিকায় নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা অলরাউন্ডার। জানিয়েছেন বাংলাদেশের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সম্মানিত।
শনিবার অফিসিয়াল ফেসবুক পোস্টে সাকিব বলেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।
জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রক্ষার তথ্য গোপন করে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন এই স্পিনিং অলরাউন্ডার। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের পর আবারও ২২ গজ মাতাতে দেখা যাবে সাকিবকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে