কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গান শোনাবেন ‘বাজে স্বভাব’-এর রেহান

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৮:০০

ঘরে বসে আজ গান শোনাবেন ‘বাজে স্বভাব’ গানের শিল্পী রেহান রসূল। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। লাইভের পর গানগুলো শুনে নেওয়া যাবে প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে।

করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা।

রেহান আজ শোনাবেন আবদুল আলীমের ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’, হেমাঙ্গ বিশ্বাসের ‘দেহতরী দিলাম ছাড়িয়া’ এবং নিজের দুটি ‘লকডাউন লাভার’ ও ‘বাজে স্বভাব’ গান।

তিনি বলেন, ‘খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি নিজের একটা গান গাইলাম। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’

লকডাউনে গান করেই বেশির ভাগ সময় পার করেছেন এই শিল্পী। লকডাউন শুরু হওয়ার পরপরই লকডাউনের গানটি প্রকাশ করেছেন তিনি। রেহান বলেন, ‘গভীর রাতের রেডিও অনুষ্ঠান করে রাত কেটে যাচ্ছে। শব্দ ও সুর নিয়েই আমার কাজ, তাই সময়টা অন্য স্বাভাবিক সময়ের মতোই কাটাতে পারছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও