কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়িতে করোনার চিকিৎসার ক্ষেত্রে নয়া গাইডলাইন ভারতে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৮:২৫

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। এ অবস্থায় করোনার ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এবার হোম আইসোলেশনে কম উপসর্গ থাকা করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রকাশ করল ভারতের কেন্দ্রীয় সরকার।

এর আগে এপ্রিল মাসের শেষে প্রকাশিত গাইডলাইনে কম উপসর্গ করোনা রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

নতুন গাইডলাইনে বলা হয়েছে, এবার থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে না। তবে ৬০ বছরের ঊর্ধ্বে কম উপসর্গ থাকা নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি সাপেক্ষে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে। একইভাবে এইচআইভি পজিটিভ ও ক্যানসার রোগীদের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।

ভারতে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্য থেকে উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট মিলছে। নতুন গাইডলাইনে ডায়াবেটিস-সহ একাধিক রোগে আক্রান্তদের অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসার কথা বলা হয়েছে। বাড়িতে থাকলে তাঁদের থেকে করোনার সংক্রমণ ছড়ানোর প্রবণতা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও