You have reached your daily news limit

Please log in to continue


সেরেনার নতুন ‘ডাবলস পার্টনার’র ছবি ভাইরাল

সেরেনা উইলিয়ামসকে সবশেষ কোর্টে দেখা গেছে ফেড কাপে, গত ফেব্রুয়ারিতে। পরে করোনার কারণে টেনিসই বন্ধ হয়ে গেছে, সেরেনা পেয়েছেন অখণ্ড অবসর। কোর্টে ফেরার জন্য সম্প্রতি আবারও অনুশীলন শুরু করেছেন মার্কিন কিংবদন্তি, সঙ্গে আছে তার ডাবলসে নতুন সঙ্গীও। নতুন এই সঙ্গীর ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে! নতুন ডাবলস সঙ্গী আসলে আর কেউ নয়, সেরেনার দুই বছর বয়সী কন্যা অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র। প্রথমবারের মতো কোর্টে অনুশীলন করতে কন্যাকে নিয়ে গিয়েছিলেন ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী তারকা। সেখানেই দুজনের অসংখ্য ছবি ক্যামেরায় ধরা হয়েছে। দুজনের ছবি টুইটারে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কমেন্টস করতে যেন লেগে পড়েছেন নামীদামি তারকারা। বাস্কেটবল তারকা ডোয়াইন ওয়েড লিখেছেন, ‘এটা আমার দেখা সবচেয়ে দারুণ মুহূর্ত।’ বিজ্ঞাপন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি লিখেছেন, ‘ওহ!!! এটা আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন