ঘুষ চাওয়ায় উগান্ডায় থানায় গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা
এনটিভি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ২১:৫০
লকডাউনের মধ্যে বিধি-নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে পুলিশ এক যুবকের মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। জব্দ করা মোটরসাইকেল ছাড়াতে ঘুষ দাবির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে ওই পুলিশ স্টেশনেই নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন উগান্ডার এক যুবক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী কাম্পালা থেকে ৮০ মাইল দূরের শহর মাসাকার এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, খবর রয়টার্স। হোসেইন উয়ালুগেমবির নামের ওই যুবকের মৃত্যুর পর উগান্ডার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নতুন করে আলোচনায় এসেছে পুলিশের নৈতিক অবস্থান নিয়েও। আঞ্চলিক পুলিশের মুখপাত্র নবুগা
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আত্মহত্যা
- ঘুষ দাবি
- গায়ে আগুন
- উগান্ডা