শখের কীবোর্ডবাদক এহসানুর রশীদ পুনম চাকরি করতেন ঢাকার একটি গার্মেন্ট প্রতিষ্ঠানে। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার পেছনে সর্বস্ব ব্যয় করে সুস্থ হয়ে উঠলেও চাকরি ফিরে পাননি। সেইসঙ্গে পৃথিবীতে মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব ঘটায় নতুন চাকরিও জোটাতে পারেননি। তাই বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন পুনম।
এরইমধ্যে তাকে নিয়ে করা সংবাদ চোখে পড়ে ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। তিনি পুনমকে কোম্পানির ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার পদে চাকরি দেন।
শুক্রবার (৩ জুলাই) পুনমের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
সাব্বির হাসান নাসির বলেন, ‘অনলাইনে প্রতিবেদনটা দেখেই মনে হচ্ছিল, পুনমের জন্য কিছু করতে পারলে ভালোলাগত। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানুষটির জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা। তার জন্য এটুকু করতে পেরে এখন বেশ ভালো লাগছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.