কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিতর্কিত 'কলঙ্কিনী রাধা' গানটি কখনো গাননি শাহ আব্দুল করিম

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ২০:৩৪

সম্প্রতি রিলিজ হওয়া অনলাইন স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সের একটি মুভিতে ‘কলঙ্কিনী রাধা’ শিরোনামের জনপ্রিয় বাংলা লোকগীতিটি ব্যবহার করা হয়েছে। এতেই মারাত্মকভাবে ক্ষেপেছেন ভারতে হিন্দুত্ববাদীরা। এর জেরে নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছেন তারা। মুভিটির নাম ‘বুলবুল’।

তবে বিতর্কিত ‘কলঙ্কিনী রাধা’ গানটি বাংলাদেশের সিলেটের কিংবদন্তী বাউল শিল্পী শাহ আবদুল করিমের নাম জড়ালেও তিনি কখনো গানটি গাননি বলে জানিয়েছেন তার ছেলে শাহ নূর জালাল। লোকসংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ এবং শাহ আবদুল করিমের শিষ্য একাধিক বাউলও এটি নিশ্চিত করেছেন। তারা বলছেন, 'গানটি শাহ আবদুল করিমের লেখা নয়, এই গানটি তাকে গাইতেও শোনেননি কেউ।'

'কলঙ্কিনী রাধা' গানটি নিয়ে সম্প্রতি ভারতে বিতর্ক তৈরি হয়েছে। ওই গানে হিন্দুদের ভগবান কৃষ্ণকে যেভাবে 'কানু হারামজাদা' এবং তার লীলাসঙ্গিনী রাধাকে 'কলঙ্কিনী' বলে বর্ণনা করা হয়েছে, সেটাকে বিশেষত উত্তর ভারতে অনেকেই হিন্দুত্ববাদের ওপর আক্রমণ হিসেবেই দেখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও