ঈদ নাটকে ব্যস্ত ঊর্মিলা
আসছে ঈদ উল আজহায় এক ডজন নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে শুটিং নিয়ে বুস্ত সময় কাটছে তার। এরই মধ্যে তিনি শেষ করেছেন বর্ণ নাথের ‘সুক্কুর ইজ এ গুড বয়’, রিংকু রাফাতের ‘বড় লোকের বেটি’, মাহমুদুল হাসান রানার ‘ব্যাচেলর বাবু’, আদিবাসী মিজানের ‘মেষ রাশি’, ‘চড়া তালুকদার’, ‘তিন দ্বৈত্য’, ও ‘মা মরলে বাপ তালই’ নাটকগুলো।
এছাড়া আজো রুমান রুনির পরিচালনায় একটি নাটকের কাজ করছেন বলে জানান ঊর্মিলা। তিনি বলেছেন, ঈদের সময় কাজের ব্যস্ততা একটু বেশি থাকে। গেল ঈদের আমাদের তেমন কোনো কাজ হয়নি। করোনার এই পরিস্থিতির মধ্যেও তাই দর্শকের কথা ভেবেই ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।
ছোটবেলা থেকেই শোবিজে কাজ করবেন এমন স্বপ্ন দেখতেন ঊর্মিলা। সেই ভাবনা থেকে ২০১০ সালে নাম লেখান চ্যানেল আই-লাক্স সুপারস্টারের সুন্দরী প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত ১১০ জনের টিম থেকে উঠে আসেন শীর্ষ ছয়ে। এরপর ধীরে ধীরে রঙিন দুনিয়ার মানুষ হয়ে উঠেন তিনি।
২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় ‘জটিল প্রেম’ নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটকে দেখা গেছে তাকে।