কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এই গাছের শিকড় দিয়ে করোনা ঠেকানো যাবে?

সময় টিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৫:৩৩

করোনার গ্রাসে পুরো পৃথিবী। অদৃশ্য এই ভাইরাস বদলে দিয়েছে মানুষর জীবনযাপন। বিশেষ করে যাদের সর্দি-কাশির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে নানা রকম ঘরোয়া টোটকার কথা বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

আদা, গোলমরিচ, দারুচিনি এসবের কথা বলা হচ্ছে আগে থেকেই। কিন্তু একটা বিশেষ গাছের শিকড় দিয়ে কি জব্দ রাখা যেতে পারে এই মারণ ভাইরাসকে?

আয়ুর্বেদ চিকিৎসক বাদল জানা ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, যষ্টিমধু একটা গাছের শিকড়। এটি গলায় একটা সুদিং এফেক্ট দেয়। খানিকটা হলেও কফের সমস্যা দূর করে। উপশমে সাহায্য করে অর্থাৎ হিলিং প্রপার্টি রয়েছে।

শ্বাসনালী পরিষ্কার রাখতে বা হালকা সর্দি-কাশি হলে লিকোরিস অর্থাৎ যষ্টিমধু ব্যবহার করা যেতে পারে। যষ্টিমধু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল অর্থাৎ প্রদাহ সারাতে এবং ব্যাকটেরিয়া বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তবে করোনাভাইরাস আটকানো যাবে না এই শিকড়ের মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও