ব্রাজিলে আক্রান্ত ১৫ লাখ, তবু খুলে দেওয়া হলো বার-রেস্টুরেন্ট
বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের তালিকায় ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে। তাদের সামনে রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ব্রাজিলের বেশ কিছু শহরে খুলে দেওয়া হয়েছে বার ও রেস্টুরেন্ট। দেশব্যাপী নিয়ন্ত্রণহীন সংক্রমণ চললেও এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখ ৪৩ হাজার ৩৪১ জন করোনা পজিটিভ শনাক্ত হযেছেন। মারা গেছেন অন্তত ৬৩ হাজার ২৫৪ জন। খবর রয়টার্সের।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোসহ বেশ কয়েকটি শহরে খুলে দেওয়া হয়েছে বার, রেস্টুরেন্ট, জিমগুলো। এছাড়া, জনসম্মুখে মাস্ক পরার বাধ্যবাধকতা সংক্রান্ত বিধিনিষেধও শিথিল করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.