গ্ল্যামারাস ফ্যাশন মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা শান্তা পাল।মিস এশিয়া-২০১৯ এ ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। বিভিন্ন ফ্যাশন হাউজের এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে হালে বেশ আলোচিত এক নাম। ১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন শান্তা। মিস এশিয়া গ্লোবালে চতুর্থ স্থান লাভ করা শান্তা মিস বিউটিফুল আইজ খেতাব পান। বড়পর্দায় যাত্রা শুরুতে দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শান্তা।
‘ইয়ে রা লা ভা’ শিরোনামের ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন শান্তা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেন শান্তা। শান্তা জানান,এই ছবিটি প্রযোজনা করছে দ্য রিসার্চ মিডিয়া গ্রুপ। ছবিটি প্রসঙ্গে বলেন, এটি একটি থ্রিলার ছবি। আমি ‘অনন্যা’ চরিত্রের একজন মেয়ের ভূমিকায় অভিনয় করবো। একজন বর্ষীয়ান অভিনেতা থাকবেন ভিলেন চরিত্রে। ওখানকার কোন প্রতিষ্ঠিত পরিচালক ছবিটি পরিচালনা করবেন। শান্তা পাল বলেন,'করোনা পরিস্থিতিতে নিজেকে সময় দিচ্ছি।নাচটা শিখছি, পাশাপাশি অভিনয় স্কিলটাকে আরও ডেবোলাপ করছি। পাশাপাশি হিন্দি ভাষাটাকে আরও ভালো ভাবে আয়ত্তে আনার চেষ্টা করছি।পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটির কাজ শুরু হবে।
'প্রথমে ১৫ দিন ওয়ার্কশপ করতে হবে। তারপর ২০ দিনের মধ্যে শুটিং সম্পন্ন হবে।' এদিকে যৌথ প্রযোজনার একটি ছবিতে সহসাই কাজ শুরু করবেন শান্তা।এ ছবিতে অভিনেতা অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া শান্তা শিঘ্রই দুটো সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিবেন।একটি হলো ‘মিস ফটোজেনিক অব ইন্ডিয়া’ অন্যটি হলো ‘ফেস অব ইন্ডিয়া’। করোনাভাইরাস মহামারির কারণে আটকে আছে প্রতিযোগিতা দুটো। ইতোমধ্যে রেজিস্ট্রেশান কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান শান্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.