কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনিয়ম -দুর্নীতি ও ঘুষ দাবি, ওসি আবু ওবায়েদ প্রত্যাহার

কালের কণ্ঠ জয়পুরহাট প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১০:২৫

জয়পুরহাটের আক্কেলপুর থানার পরিদর্শক আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং ঘুষ দাবির একাধিক অভিযোগ থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম আক্কেলপুর থানার ওসি (সদ্য প্রত্যাহার) আবু ওবায়েদের অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে এসপির কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়াও ওই সাবেক ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে জানান তিনি।

ওসির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন এসপি। তিন সদস্য তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মালিক ওসির দায়িত্ব বুঝে নিয়েছেন।

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম মালিক বলেন, গত শুক্রবার রাতেই প্রত্যহার করা ওসি আবু ওবায়েদকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও