কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সময় টিভি ফ্রান্স প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১০:০৫

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে পদত্যাগ করেছেন। নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, করোনা সংক্রমণের পর থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে তার মতের মিল হচ্ছিলো না। এদিকে, ফ্রান্সে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে পদত্যাগ করেছেন আর তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন জন কাস্তিয়াক।

তবে প্রেসিডেন্ট ভবন থেকে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। কোনো কারণ উল্লেখ না করা হলেও রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় গণমাধ্যম বলছে, করোনা শুরু হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতের মিল হচ্ছিলো না। আর তার কারণেই এই পদত্যাগ হতে পারে। এছাড়া রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় গণমাধ্যম বলছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে স্থানীয় পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ায় মেয়র পদে ফিরে যাওয়ায় এই পদত্যাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও