You have reached your daily news limit

Please log in to continue


আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো : রুবেল

করোনাভাইরাসের এ সংকটময় সময়ে শুরু থেকেই সরব ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেনকে। সাহায্যের হাত বাড়িয়ে অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোন অন্যায়-অসঙ্গতির ব্যাপারেও নানান সময়ে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বাগেরহাটের এ পেসার। সম্প্রতি গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার অ্যান্ড ইনচার্জ ড. আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশেই তারা আবিষ্কার করেছেন করোনা ভ্যাকসিন। যা খরগোশের দেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বাজারে উন্মুক্ত করার জন্য আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বরাবরের মতোই এ খবরে দেখা যাচ্ছে জনসাধারণের মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একপক্ষ যেমন সাধুবাদ দিচ্ছেন ড. আসিফ মাহমুদকে, তেমনি আরেকপক্ষ আবার মেতে উঠেছে হাসি-ঠাট্টায়। তারা যেন বিশ্বাসই করতে রাজি নয়, বাংলাদেশের সম্ভব করোনার ভ্যাকসিন আবিষ্কার। এসব মানুষদের ওপর ক্ষেপেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। কড়া ভাষায় সমালোচনা করেছেন আসিফ মাহমুদ ও তার কাজের বিদ্রুপকারীদের। রুবেলের চোখে আসিফ মাহমুদরাই দেশের রিয়েল হিরো। তাই তাদেরকেও একটু অভিনন্দন জানানোর আহ্বান করেছেন রুবেল। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কাঁন্না চলে আসছে! বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন