কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নাগাল্যান্ডে বন্ধ হলো কুকুরের মাংস বিক্রি

ভারতের নাগাল্যান্ডে অবশেষে বন্ধ হলো কুকুরের মাংস বিক্রি। শুধু তাই নয়, রাজ্য থেকে কুকুর ও কুকুরের মাংসের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিল নাগাল্যান্ড সরকার। শুক্রবার এ প্রসঙ্গে নাগাল্যান্ডের মুখ্যসচিব টেমজেন টয় জানান, কুকুর ও কুকুরের মাংসের রপ্তানি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড সরকার। এর ফলে এখন থেকে রাজ্যে আর কুকুরের মাংস কাঁচা বা রান্না করা অবস্থায় বিক্রি করা যাবে না। এই মাংসের বাজারগুলো বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কুকুরের বাণিজ্যিক রপ্তানি পুরোপুরি বন্ধ করা হয়েছে। ভারতের পশুপ্রেমীরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন কুকুরের মাংস বিক্রি বন্ধ করতে। এবার সেই দীর্ঘ আন্দোলনের ফল পেলেন নাগাল্যান্ডের পশুপ্রেমীরা। তাঁদের লাগাতার চাপের কাছে মাথা নত করতে বাধ্য হলো সরকার। সম্প্রতি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রিওয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে কুকুরের মাংস বিক্রি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরেই কুকুরের মাংস বিক্রি হতো। গত মার্চে নাগাল্যান্ডের প্রতিবেশী রাজ্য মিজোরামে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই নাগাল্যান্ডে থাকা ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমাল প্রোটেকশন অর্গানাইজেশনের সদস্যরা এই বিষয়ে বারবার নাগাল্যান্ড সরকারের কাছে আবেদন জানাতে থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন