কিশোরগঞ্জে পৌর মেয়র মাহমুদ পারভেজসহ আরও ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) করোনা পজিটিভ হওয়ার বিষয়টি মেয়র নিজেই নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মেয়র বাংলা ট্রিবিউনকে জানান, গত বুধবার জ্বর অনুভব করেন তিনি। তারপর বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সঙ্গে পরামর্শ করে বৃহস্পতিবার নমুনা দেন। শুক্রবার তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে এসএমএস পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।
তিনি বলেন, ‘বর্তমান দুর্যোগপূর্ণ অবস্থায় সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। পৌরবাসীকে করোনাভাইরাস রোধে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার ও জীবানুনাশক স্প্রে দেওয়ার ব্যবস্থা করেছি। সবাইকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করছি। অদৃশ্য এই ভাইরাস যে-কারও হতে পারে, তাই সচেতনতাই সুস্থ থাকার মূল ভিত্তি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই।’ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.