কুড়িগ্রামে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

সময় টিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০১:২৪

কুড়িগ্রামে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরি থেকে ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এদের মধ্যে ৩ জন চিলমারী এবং ৩ জন উলিপুরের অধিবাসী। এছাড়া চিলমারীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।    চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, উপজেলায় নতুন করে ৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। ৮ জন সুস্থ হয়েছেন।    তিনি আরও জানান, করোনা উপসর্গ নিয়ে মন্ডলপাড়া গ্রামের ৬৭ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু ঘটেছে। শুক্রবার  বিকেল সাড়ে ৩টায় রংপুর কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও