কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে আরেক ভারতীয় সংস্থা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০০:৩৫

করোনা রোধে ভারত বায়োটেকের পর এবার আরেকটি ভারতীয় সংস্থা ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু করছে। একদিকে ভারত বায়োটেকের ‘কো ভ্যাকসিন’ ইতিমধ্যেই মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে। এবার সামনে এল আরো এক ভারতীয় সংস্থার নাম।

আমেদাবাদের জাইডাস ক্যাডিলা হেল্থ কেয়ার লিমিটেডও এবার মানব শরীরে ক্লিনিক্যাল পরীক্ষার পথে। দ্রুত অনুমোদন পেয়েছে ওই সংস্থা। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ডিসিজিআই ড. ভি জি সোমানি অনুমোদন দিয়েছেন যাতে ফেজ ওয়ান ও ফেজ ২ ক্লিনিক্যাল পরীক্ষা করা যায়।

অন্য প্রাণীর শরীরে এই ভ্যাকসিনের সফল পরীক্ষা হয়েছে। চলতি মাসেই ‘ভারত বায়োটেকের’ তৈরি ‘কো ভ্যাকসিন’ টিকা মানবদেহে পরীক্ষা শুরু হচ্ছে। মোট দুই দফায় চলবে এই পরীক্ষা। ছাড়পত্র মিলেছে ডিসিজিআই এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

হায়দরাবাদের ওষুধ প্রস্তুকারক সংস্থা ভারত বায়োটেককে এই কাজে যৌথভাবে সহায়তা করেছে আইসিএমআর। গত সোমবার করোনার টিকা আবিষ্কারের কথা ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ ইল্লা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও