বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক করোনা আক্রান্ত ছিলেন
সমকাল
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ২৩:৩৪
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
শুক্রবার সকাল ১০টায় নগরীর উপকন্ঠ চন্ডীপুল সংলগ্ন বেসরকারি নর্থইস্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হলেও মৃত্যুর আগে রিপোর্ট জানা যায়নি।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৪৬ জনের মধ্যে এমএ হকের নামও রয়েছে। শরীরে নিউমোনিয়া ও করোনর উপসর্গ নিয়ে মঙ্গলবার এমএ হককে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।