![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2017/03/22/100dcb23515b7836dedf72c88999c01b-58d262f8bd131.png?jadewits_media_id=null)
পাহাড়ি মেয়ে
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ২২:৫৯
ও পাহাড়ি মেয়ে এখন তোমার মন প্রাণ গীতোচ্ছ্বাসে ভরা, তুমি কি জানো? এখন তুমি যার বুকে মাখা রাখো সে আমার। তুমি কি জানো? আমার প্রেম তাকে অনুক্ষণ ক্ষতবিক্ষত করে। না তুমি জানো না। তুমি জানো না অনেক কিছু। তুমি যার ঝরাপাতা অরণ্যে হেঁটে চলো সে তোমার পাতা ভাঙার শব্দ শোনে না, তুমি জানো না আরও অনেক কিছু। পড়ন্ত বিকেলে রোদ্দুর যখন তাকে স্পর্শ করে তার মন প্রাণ জুড়ে তখন আমি। সে তখন চুপি চুপি...