![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Jean-Castex-named-French-PM-after-Edouard-Philippe-resignation-2007031258.jpg)
ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৮:৫৮
প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিন ক্যাস্টেক্স’কে নিয়োগ দিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্যালেস এ খবর নিশ্চিত করেছে।