মৃত্যুর আগে সুশান্তকে নিয়ে শেষ পোস্ট লিখেছিলেন সরোজ
কয়েক মাসের মধ্যে বলিউডে বেশ কজন তারকার মৃত্যু হয়েছে। ঋষি কাপুর, ইরফান খানের শোক ভুলতে না ভুলতেই সুশান্ত সিং রাজপুত বিদায় নিয়েছে। তার মৃত্যুর তদন্ত চলছে এখনো। আর এসবের মধ্যেই বিদায় নিলেন মাস্টারজি কোরিওগ্রাফার সরোজ খান।
সুশান্তের মৃত্যু তার মনে ভীষণ ভাবে নাড়া দিয়েছিলো। তার শেষ পোস্ট ছিলো এই অভিনেতাকে নিয়েই। সুশান্তের সঙ্গে কখনো কাজ করেননি সরোজ খান। কিন্তু সুশান্ত যে নাচে আগ্রহী এবং পারদর্শী সে বিষয়ে জানতেন তিনি।
শেষ পোস্টে সুশান্তকে নিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি তোমার সঙ্গে কাজ করিনি। কিন্তু বহুবার দেখা হয়েছে আমাদের। কী এমন ঘটেছিল যার জন্য এত বড় পদক্ষেপ নিতে হলো? তুমি তো বড়দের সঙ্গে কথা বলতে পারতে যারা হয়তো তোমায় সাহায্য করতো।
ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক। আমার সত্যিই ধারণা নেই তোমার বাবা বোন ও পরিবারের উপর দিয়ে ঠিক কী যন্ত্রনা যাচ্ছে এখন। এই কঠিন সময়ে তাদের প্রতি আমার সমবেদনা রইল। তোমার ছবি দেখে তোমায় ভালোবেসেছি এবং সব সময় ভালবাসব। তুমি শান্তিতে ঘুমাও।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.