উইঘুর মুসলিমদের মাথা থেকে কাটা! চীনের রপ্তানি করা ১৩ টন চুল জব্দ যুক্তরাষ্ট্রের
চীন থেকে রপ্তানি করা পরচুলাসহ ১৩ টন চুলজাত সৌখিন সামগ্রী জব্দ করেছে যুক্তরাষ্ট্র কাস্টমস ও বর্ডার প্রটেকশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নিউইয়র্কের কাস্টমসে প্রায় ৮ লাখ ডলার মূল্যের এসব পণ্য জব্দ করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের দাবি, পরচুলাসহ এই জিনিসপত্র চীনে নির্যাতিত ও বন্দি থাকা উইঘুর মুসলমানদের মাথার চুল জোর করে কেটে নিয়ে তৈরি করা হয়েছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রে যে সমস্ত জিনিস আমদানি হয়, তা যে কোনরকম অমানবিক উপায়ে সংগৃহীত নয়; তা নিশ্চিত করে জানাতে বলা হয় আমদানি ও রফতানিকারক উভয় সংস্থাকেই। কিন্তু স্বাভাবিকভাবেই এটা প্রমাণ করা অসম্ভব হয়ে পড়ে যে, কোন জিনিস জোরপূর্বক কাজ করিয়ে উৎপাদন করা হয়েছে। তবে এমনই অভিযোগ তুললো যুক্তরাষ্ট্র। কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ, এসব পরচুলা অমানবিক উপায়ে সংগ্রহ করা হয়েছে।
পরচুলাসহ এই সব পণ্যের চালান রপ্তানি করেছে মেক্সিন হেয়ার প্রডাক্ট কোম্পানি লিমিটেড। যার মূলশাখা চীনের জিনজিয়াং প্রদেশে। এ প্রদেশেই সংখ্যালঘু মুসলিম উইগুর সম্প্রদায়ের ১ কোটি ১০ লাখ মানুষের বাস। তবে মুসলিমদের ওপর বরাবরই নির্যাতন, বন্দিশিবিরে আটকে রাখা, খাবার না দেওয়া, জোরপূর্বক গর্ভপাত ঘটানো, ধর্মান্তরে বাধ্য করা, যৌননিপীড়ন ও হত্যার অভিযোগ রয়েছে চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে। দেশটির বন্দিশিবিরে ১১ লাখের মতো মুসলিম এখনও বন্দি রয়েছে।