কাজ পাচ্ছিলেন না সরোজ খান, প্রতিশ্রুতি দিয়েছিলেন সালমান
এনটিভি
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১২:৪০
বলিউডের কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান দীর্ঘদিন তাঁর মেধা ও মনন দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ শুক্রবার (৩ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খ্যাতিমান এই শিল্পী।
মাত্র ১৪ বছর বয়সে তিনি ‘দিল হি তো হ্যায়’ ছবির ‘নিগাহেঁ মিলনে কো জি চাহতা হ্যায়’ গানের কোরিওগ্রাফ করেছিলেন। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন বি-টাউনের শীর্ষ কোরিওগ্রাফার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার-সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কয়েক দশক ধরে স্বীয় দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সরোজ খান। শুক্রবার সরোজ ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর ভাগ্নে জগওয়ানি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা যান।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে