কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেসের ভাড়া দিতে না পারায় শিক্ষার্থীর সার্টিফিকেট ময়লার গাড়িতে

এনটিভি প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১২:৩৫

রাজধানীর কলাবাগানের একটি বাড়ির নিচতলায় মেসে ভাড়া থাকা আট শিক্ষার্থী মেসের ভাড়া বাবদ ৩৫ হাজার টাকা দিতে না পারায় ওই মেসের তিনটি কক্ষের তালা ভেঙে তাঁদের শিক্ষা সনদসহ (সার্টিফিকেট) সব মালামাল ময়লার গাড়িতে ফেলে দিয়েছেন বাড়িওয়ালা।

এ বিষয়ে গত বুধবার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সজীব মিয়া বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় বাড়ির মালিক মুজিবুল হকের বিরুদ্ধে চুরির মামলা করেন। তবে এখনো বাড়ির মালিককে গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে নিউমার্কেট ও কলাবাগান অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার মো. আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার গভীর রাতে শিক্ষার্থী সজীব মিয়া বাদী হয়ে কলাবাগান থানায় বাড়ির মালিক মুজিবুল হকের বিরুদ্ধে চুরির মামলা করেন। ঘটনার পর ওই বাড়ির মালিক পালিয়ে গেছেন। তিনি একটি ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও