![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/07/online/facebook-thumbnails/A-samakal-5efe3756002f6.jpg)
সালথায় ননএমপিও শিক্ষক-কর্মচারিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
সমকাল
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ০১:৩৬
করোনার ছোবলে চরম আর্থিক সঙ্কটে পড়া ফরিদপুরের সালথায় বেসরকারি প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের এককালীন আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার। প্রতিজন শিক্ষক এবং কর্মচারিকে যথাক্রমে ৫০০০ এবং ২৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।