৩৫ হাজার টাকার জন্য ৮ ছাত্রের শিক্ষাসনদ–মালপত্র ফেলে দিল বাড়িওয়ালা
রাজধানীর কলাবাগানের ওয়েস্টার্ন স্ট্রিটের একটি বাড়ির নিচতলায় মেসে থাকা আট শিক্ষার্থীর তিনটি কক্ষের তালা ভেঙে তাদের শিক্ষা সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধনপত্র, বই খাতাসহ যাবতীয় মালামাল ময়লায় ফেলে দিয়েছেন বাড়িওয়ালা।
মেসে থাকা শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতিতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সারা দেশে লক ডাউন হওয়ায় ২০ মার্চের দিকে আট শিক্ষার্থী সবাই তাদের কক্ষগুলো তালা মেরে গ্রামের বাড়িতে চলে যান। এ সুযোগে বাড়ি মালিক তাদের কক্ষ ভেঙে শিক্ষা সনদসহ সব মালামাল ফেলে দেয়। মাত্র ৩৫ হাজার টাকা ভাড়ার জন্য বাড়িওয়ালা এই কাজ করেছেন।
নিউ মার্কেট ও কলাবাগান অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবুল হাসান প্রথম আলোকে বলেন, গত বুধবার গভীর রাতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সজীব মিয়া বাদী হয়ে কলাবাগান থানায় বাড়ি মালিক মুজিবুল হকের বিরুদ্ধে চুরির মামলা করেন। ঘটনার পর ওই বাড়ি মালিক পালিয়ে গেছেন। তিনি একটি ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফেলে দেওয়া শিক্ষার্থীদের শিক্ষা সনদসহ মালপত্র খুঁজে পাওয়া যায়নি।
মামলার বাদী ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সজীব মিয়া ঢাকা কলেজের ইসলামের ইতিহাসের (সম্মান) চূড়ান্ত বর্ষের ছাত্র। আজ বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, গত চার বছর ধরে তারা নয়জন শিক্ষার্থী ৪/এ ওয়েস্টার্ন স্ট্রিটের একটি বাড়ির নিচতলার তিনটি কক্ষ ২৫ হাজার টাকায় ভাড়া দেন। এদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী রয়েছেন। গত মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে কলেজ বন্ধ হয়ে যায়। ২৬ মার্চ সারা দেশে লকডাউন হওয়ার পাঁচ-ছয় দিন আগে তারা সবাই গ্রামের বাড়িতে চলে যান। ওই কারণে তারা গত মার্চ মাসের ভাড়া দিয়ে যেতে পারেননি। গত জুনে বাড়ি মালিক তাকে ফোন করে এপ্রিল থেকে মে পর্যন্ত তিন মাসের ভাড়া চান।
সজীব মিয়া বলেন, বাড়ি মালিককে তিনি বিদ্যুৎ ও গ্যাসের বিল ছাড়াও বাড়তি কিছু টাকাসহ ১৫ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দেন এবং বলেন তারা ফিরে এসে বাকি টাকা দিয়ে দেবেন। তখন বাড়িওয়ালা তাতে কোনো আপত্তিও করেননি। কয়েক দিন আগে তিনি লোকমুখে জানতে পারেন ২৫ জুন বাড়ি মালিক তাদের তিন কক্ষের তালা ভেঙে তাদের বইপত্র-খাতা, ল্যাপটপ, চেয়ার-টেবিল, খাট, লেপ তোশক, আসবাবপত্র, স্যুটকেস ও থালা বাটিসহ সব মালপত্র সিটি করপোরেশনের ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। মালপত্রের মধ্যে সব শিক্ষার্থীর শিক্ষা সনদ, শিক্ষা নিবন্ধনপত্র, জমানো টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তবে তাদের এক রুমমেট মালিকের সঙ্গে সমঝোতা করে তার মালপত্র নিয়ে গেছেন। খবর পেয়ে তারা পাঁচ-ছয়জন শিক্ষার্থী ২৯ জুন ঢাকায় আসেন। কিন্তু বাড়ি মালিক তাদের ঢুকতে দেয়নি। পরে তারা কলাবাগান থানার পুলিশ নিয়ে এলেও তাদের ঢুকতে দেননি বাড়ি মালিক।
পরে সজীব মিয়া কলাবাগান থানায় বাড়ি মালিকের বিরুদ্ধে একটি চুরির মামলা করেন।
সজীব মিয়া বলেন, ‘তিন মাসের ভাড়া ৭৫ হাজার টাকা হলেও আমরা এর মধ্যে ৪০ হাজার টাকা বাড়ি মালিককে আগেই দিয়েছিলাম। কাউকে না জানিয়ে বাড়ি মালিক আমাদের সবার শিক্ষা জীবন ও স্বপ্ন ধ্বংস করে দিল। এখন আমাদের শিক্ষা জীবনের মূল্যবান কাগজপত্র বাড়িমালিককে উদ্ধার করে দিতে হবে এবং তার সুষ্ঠু বিচার করতে হবে।’ তিনি জানান, বাড়ি মালিক তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ায় একদিন রাস্তায় কাটিয়েছেন তারা।