কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ, ২ গোডাউন সিলগালা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ২০:৪৩

লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গোডাউনে মজুত করে রাখা বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এসব চাল ও গম মজুত রাখায় দু’টি গোডাউন সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গোডাউনে অভিযান চালিয়ে সরকারি ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়।

খাদ্য অধিদফতরের সিলযুক্ত সরকারিভাবে বরাদ্দ চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুত রেখেছেন, এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা। পরে তথ্য অনুযায়ী সংস্থাটির লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় ব্যবসায়ী ফরিদের গোডাউনের সামনে ট্রাক ভর্তি ২০ টন গম ও গোডাউনের ভেতরে ৯৫ টন সরকারি চাল পেয়ে তার দুটি গোডাউন সিলগালা করা হয়। প্রতিটি বস্তায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত রয়েছে বলে জানান স্থানীয়রা। তবে এসময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে আমরা গোডাউন দুটি সিলগালা করেছি। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও