কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিকেট ফেরাতে প্রস্তুত দেশের স্টেডিয়ামগুলো

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৯:৫৬

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের মাঠে নেই ক্রিকেট। দীর্ঘদিন বাসায় অবস্থান করেছেন ক্রিকেটাররা। নিজেদের ফিটনেসও ধরে রাখার কাজ করে যাচ্ছে তারা। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)ও বসে নেই। করোনা পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে দেশের প্রধান স্টেডিমায় গুলো প্রস্তুত রেখেছে বিসিবি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। স্বাস্থ্যবিধি মেনে স্টেডিয়ামগুলো জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। প্রায় ১০০ মাঠকর্মী এ কাজে অংশগ্রহণ করেছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এটা মনে রেখেছি যে দেরি হওয়ার আগে দ্রুতই আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও