করোনা কেড়ে নিয়েছে চাকরি, আম বেচে চলে সংসার

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৯:৩০

হবিগঞ্জ মাধবপুরে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করে দিন কাটতো লক্ষণ রায়ের। করোনা তাকে বানিয়েছে আম বিক্রেতা। তিনি বলেন, পরিবারের একমাত্র মাকে নিয়ে বেঁচে থাকার উপায় হিসেবে বেছে নিয়েছি এই পথ।

জানা যায়, লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে যায় অনেক প্রাইভেট কম্পানি, ব্যবসা-প্রতিষ্ঠান। মাধবপুরে বাসস্টেশনসহ পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস এসব বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন অনেকে। দীর্ঘ সময় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন অনেক চাকরিজীবী। জীবিকার তাগিদে অনেকে বেছে নেন অন্য পেশা। তেমনি মাধবপুরে লক্ষণ রায়সহ অনেক ব্যক্তি তাদের চাকরি হারিয়ে এক প্রকার বাধ্য হয়ে আম বেচে সংসার চালাচ্ছেন।

তিনি জানান, ৬৬ দিন পর স্বল্প পরিসরে ট্রেন বাস চলাচল ও দোকানপাট খোলা শুরু হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্য আগের মতো নেই, তাই মালিকরা আমাদের আর নিচ্ছেন না। এ কারণে সংসার চালাতে মাধবপুর বাজারে বাসস্ট্যান্ডের বিপরীত বাজারে প্রবেশ পথে ইউসিবি ব্যাংক নিচে আম বিক্রয় করি। এসব আম বেচে যা অর্থ উপার্জন হয় তা দিয়ে কোনো মতো মাকে নিয়ে খেয়ে পড়ে দিন কাটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও