করোনা: মহাখালীতে হচ্ছে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টার
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মহাখালীর ডিএনসিসি মার্কেটে তৈরি হচ্ছে এক হাজার শয্যার একটি আইসোলেশন সেন্টার। এর সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মার্কেটের ষষ্ঠ তলায় নির্মিত হচ্ছে আইসিইউ সম্বলিত বিশেষায়িত হাসপাতাল।
স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আইসোলেশন সেন্টার ও হাসপাতালের জন্য এরিমধ্যে নেয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সেবাদান শুরুর আশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের।