চলচ্চিত্রের জন্য আগামি দিনগুলো সহজ হবে না: টম হ্যাঙ্কস

চ্যানেল আই প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৪:৫১

গেল মার্চ মাসের শেষে করোনা জয় করে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন হলিউড তারকা টম হ্যাঙ্কস। শোনা গিয়েছিলো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে প্রযোজনায় ফিরবেন জনপ্রিয় এই অভিনেতা। তবে মঙ্গলবার এক সাক্ষাতকারে এই অভিনেতা জানিয়েছেন, তার কোন ধারণা নেই, আবার কবে তিনি প্রযোজনায় ফিরতে পারবেন।

কেননা করোনা ভাইরাসের সাথে তার যুদ্ধ তাঁকে উপলদ্ধি করিয়েছে আপাতত ফিল্ম ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমই বন্ধ রাখা উত্তম। এর আগে প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবনী নিয়ে একটি ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় থাকাকালীন অবস্থায় ৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে থাকায় সেসময় স্ত্রী রিটা ও করোনা পজিটিভ ছিলেন। তবে সেখানে তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। আর বাস্তব অভিজ্ঞতা থেকেই টম বুঝতে পারেন, চলচ্চিত্রের জন্য আগামি দিনগুলো সহজ নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও