কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ফিঞ্চ

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১২:১০

করোনা পরবর্তী আগস্টে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে করোনার কারণে সিরিজটি স্থগিত হয়েছে। এরপরও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দিকে চেয়ে আছেন অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। করোনা মাহামারির বর্তমান পরিস্থিতিতেও ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী তিনি এবং সেভাবেই প্রস্তুতিও নিচ্ছেন।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে পুরো দলই সচেতনা ও নিয়ম-নীতি মেনে চলছে বলে জানান ফিঞ্চ। এর মাঝেও ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, ইংল্যান্ড গিয়ে খেলার জন্য প্রস্তুতি হচ্ছি। ওই সফরটি হয় কি-না, আমরা এ জন্য অপেক্ষা করবো এবং দেখবো।’ অস্ট্রেলিয়ায় ভাইরাসের সংক্রমন ভালোর দিকে। তবে সম্প্রতি মেলবোর্নের পরিস্থিতিতে খেলোয়াড়রা কখনোই নিশ্চিত হতে পারে না, তারা আবার কবে মাঠে ফিরবে।

ফিঞ্চ বলেন, ‘সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে কোন সিরিজ আয়োজন হতে পারে। কারণ, আমরা সেখানে যেতে পারি এবং তা দারুণ হবে। যাই হোক না কেন, আমাদের খেলাটি শুরু করতে হবে, যা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আগ্রহ।’ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্থগিত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায়, আমরা হতাশ। সকলের সুরক্ষার কথা চিন্তা করেই দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি স্থগিত করা হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও