You have reached your daily news limit

Please log in to continue


বলিউড ছাড়ছেন সুশান্তের শেষ নায়িকা সাঞ্জানা!

দ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। এতে তার বিপরীতে অভিনয় করেন সাঞ্জানা সাংঘাই। তবে কী সুশান্তের পাশাপাশি তারও শেষ সিনেমা হবে ‘দিল বেচারা’?  বলিউড ছেড়ে দেবেন নায়িকা? তেমনই প্রশ্ন উঠে আসছে অভিনেত্রীর সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।  মঙ্গলবার (৩০ জুন) সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়েন সাঞ্জানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এরপর বুধবার (১ জুন) মুম্বাই ছেড়ে নিজের শহর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন নায়িকা। মুম্বাই এয়ারপোর্টে একটি ছবি পোস্ট করে বেশ কিছু লাইন লেখেন সাঞ্জানা। তার সেই লেখাতেই ইঙ্গিত মিলেছে বলিউডকে বিদায় জানানোর!  সাঞ্জানা লেখেন, খোজা হাফিজ মুম্বাই, ৪ মাস পর আপনার দর্শন হল। আমি দিল্লি ফিরে চললাম। আপনার রাস্তাগুলো একটু অন্যরকম লাগছিল, একদম ফাঁকা ছিল। হয়ত আমার মনে যে ব্যাথা রয়েছে সেটা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কিংবা হয়ত আপনিও অনেকখানি কষ্টের মধ্যে রয়েছেন। দেখা হবে শিগগিরিই কিংবা আর হবে না! ১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসবার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন সাঞ্জানা। সুশান্তের মৃত্যুর খবর সামনে আসবার পর একটি ইমোশ্যান্যাল ভিডিও পোস্ট করেছিলেন সাঞ্জানা। সেখানে বলেন, আমি নিজের ওয়েব পেজটা ১০০ বার রি-ফ্রেস করেছি। ভেবেছি এই খবরটা ভুয়া, কেউ একটা ভয়ঙ্কর রকমের মজা করছে। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হয় না এই জীবনে কোনদিনও বিশ্বাস করে উঠতে পারবো। অবশ্যই নিজের অনুভূতিটা প্রকাশ করতে সফল হবো না, কিন্তু আমি চেষ্টা করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন