You have reached your daily news limit

Please log in to continue


এই সময় আচারে ছত্রাক রোধে করণীয়

বাঙালির রসনাবিলাসের অন্যতম একটি উপাদান হলো আচার। টক-ঝাল-মিষ্টি হরেক স্বাদের আচার জিভে এনে দেয় জল। সাধারণত মৌসুমি ফল দিয়ে এমনভাবে আচার তৈরি করা হয়। যাতে তা সারাবছর খাওয়া যায়। আচার সংরক্ষণে অবলম্বন করা হয় নানান পদ্ধতি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোনো ভাবে এক ফোঁটা পানির স্পর্শ পেলেও জমতে শুরু করেছে ছত্রাক। একবার ছত্রাক ধরলে তা বাড়তে থাকে দ্রুত। স্বাদ ও গন্ধ নষ্ট করে দ্রুত পচিয়ে ফেলে আচারকে। আর এই ছত্রাক ধরা আচারকে কীভাবে আবার নতুন করে তুলবেন তাই ভাবছেন! চলুন তবে জেনে নেয়া যাক আচার সংরক্ষণের উপায়-  > কাচের বয়ামে আচার সংরক্ষণ করলে ভালো থাকে দীর্ঘদিন। > আচার তেলে ডোবানো থাকলে, মাঝে মাঝে রোদে দিলে ভালো থাকবে সারাবছর। > আচার ভালো রাখতে চাইলে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। > হাত দিয়ে কখনো আচার তুলবেন না। চামচ ব্যবহার করুন।  এরপরও ভালো না থাকলে যা করবেন: টক বা ঝাল আচারে ছত্রাকের আবরণ পড়লে তা তুলে ফেলে দিন। এরপর আচারের ওপর চিনি ছড়িয়ে দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন