যে চারটি মার্কিন গণমাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা আসছে

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ১৪:৫১

চীনে যে চারটি মার্কিন গণমাধ্যমে নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে তার নাম প্রকাশ করেছে। বুধবার চারটি গণমাধ্যমকে কর্মচারী ও অন্যান্য বিষয়ে বিশদ প্রকাশের সাত দিনের সময় দেওয়া হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সম্ভাব্য তালিকায় থাকা চারটি গণমাধ্যম হলো দ্যা অ্যাসোসিয়েট প্রেস, ই্উনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস, এনপিআর ।এর পাশপাশি চারটি রাষ্ট্রীয় গণমাধ্যমকেও নিষেধাজ্ঞার আওতায় রাখা যেতে পারে। চীনের পদক্ষেপগুলি "মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা মিডিয়া সংস্থাগুলির উপর অযৌক্তিক নিপীড়নের বিরুদ্ধে সম্পূর্ণ প্রয়োজনীয় প্রতিরোধ" বলা হচ্ছে।

প্রথম শ্রেণীর গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের চীনা কর্মীদের ছাটাই করার নির্দেশ দেওয়ার পরে, বেইজিং মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের হয়ে কর্মরত বহিরাগতদের বহিষ্কার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও