কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নো ল্যান্ডস ম্যান-এ যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ১৩:১২

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান' ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন ইমপ্রেস গ্রুপের ফরিদুর রেজা সাগর। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিটির সঙ্গে যুক্ত হয়েছিলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানও। ছবিতে তিনি থাকছেন ছবিটির সঙ্গীত পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে। ছবিটিতে প্রযোজক হিসেবে আছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। এছাড়া, একাধিক ব্যক্তি প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে যুক্ত আছেন।

দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে 'নো ল্যান্ডস ম্যান' ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও