You have reached your daily news limit

Please log in to continue


টিকটক তারকাদের ভবিষ্যৎ কী?

টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া টিকটক তারকাদের ভবিষ্যৎ। ফলোয়ারের দিক দিয়ে তাদের অনেকে বলিউড তারকাদের থেকেও এগিয়ে আছেন। তবে টাইমস অব ইন্ডিয়াকে তাদের অধিকাংশই জানিয়েছেন, টিকটক ব্যান হওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন না তারা। ফলোয়ারদের ওপর বিশ্বাস আছে তাদের। যেই প্ল্যাটফর্মই তারা ব্যবহার করবেন, ফলোয়াররা তাদের খুঁজে নেবেন। আমির সিদ্দিকি: জনপ্রিয় এই টিকটক তারকার ৩.৮ মিলিয়ন ফলোয়ার। টিকটক ব্যান হওয়া প্রস তিনি বলেন, দেশের ভালোর জন্য নেয়া সরকারের এই সিদ্ধান্ত সমর্থন করছি। প্ল্যাটফর্ম নয়, আইডিয়াই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আমাদের চেনে, তাই অন্য প্ল্যাটফর্মে ফলোয়ার পাওয়া কঠিন হবে না। টিকটক ছাড়াও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা হয় সমানভাবে, কারণ এক অ্যাপে ভরসা করা বুদ্ধিমানের কাজ নয়। আশা করছি দ্রুতই ভারতীয় কোনো অ্যাপ তৈরি হবে আমাদের মতো মানুষদের জন্য। রেসটি কামবোজ: ৬ মিলিয়ন ফলোয়ার এই তারকার। তিনি জানান, দেশের জন্য নেয়া এই সিদ্ধান্তে তার সমর্থন আছে। কারণ ভারত অনেক সেনাকে হারিয়েছে চায়নার কারণে। তিনি মনে করেন তার মেধার জন্যই মানুষ তাকে ফলো করে, তাই কোনো প্ল্যাটফর্ম বন্ধ হলে ভক্তরা তাকে ছেড়ে যাবে না। ইনস্টাগ্রামে তার ফলোয়ার বাড়তে শুরু করেছে। বার্গভ: ‘এক রাতের মধ্যে সব হারালাম,’ বললেন ৮.৫ মিলিয়ন ফলোয়ার পাওয়া টিকটক তারকা বার্গভ। তিনি বলেন, ‘অন্য তারকা আরো কয়েকটি প্ল্যাটফর্ম ব্যবহার করলেও আমি শুধুমাত্র টিকটক দিয়েই আয় করতাম। বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছিল, তারা অগ্রিম অর্থ দিয়েছিল। এখন সেগুলো ফিরিয়ে দিতে হবে।’ ফুকরু: এই তারকার ফলোয়ারের সংখ্যা ৪.৪ মিলিয়ন। তিনি বলেন, ‘টিকটিক মিস করছি, কিন্তু আমি জানি যা চলে গেছে তার বিনিময়ে অন্য কিছু আসবে। আমার সব ভিডিও সেভ করে রাখা নেই। তবে আমি মনে করিনা সেগুলো হারাবো। সরকারের সিদ্ধান্তে সমর্থন জানাই। আমার ভক্তরা মন খারাপ করেছে, তবে তাদের নিশ্চয়তা দিয়েছি যে আমি কন্টেন্ট তৈরি করে তাদের বিনোদন দিতে থাকবো।’ রিশমা নানাইয়াহ: ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার এই তারকার। তিনি বলেন, ‘টিকটক আমার জন্য গেম-চেঞ্জার। এই প্ল্যাটফর্মের কারণেই মানুষ আমার অভিনয় এবং নাচের দক্ষতা সম্পর্কে জেনেছে। কিন্তু এখন আমার অন্য অ্যাপ খুঁজতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন