You have reached your daily news limit

Please log in to continue


সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫ হাজার পরিবার

চলতি বন্যায় সিরাজগঞ্জে পাঁচটি উপজেলার ৩১টি ইউনিয়নের ২৪৯২৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ও প্রায় আড়াই হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। যমুনা নদীতে পনি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৮ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই নতুন নতুন ও চরাঞ্চলের ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে পানিবন্দি মানুষ শহর রক্ষা বাঁধের উপর অশ্রয় নিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, 'বন্যায় পাঁচটি উপজেলার ৩১টি ইউনিয়ন ও একটি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২শ ১৬টি গ্রামের ২৪ হাজার ৯শ ২৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২শ ৮০টি ঘরবাড়ি আংশিক, ২২টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬ দশমিক ৫ কিলোমিটার রাস্তা ও বাঁধ এবং প্রায় আড়াই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিত মানুষের মধ্যে ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন