করোনায় আক্রান্ত রাখাল, কোয়ারেন্টাইনে ৫০ ছাগল ও ভেড়া!
করোনার তাণ্ডবে বিশ্বজুড়ে হাহাকার উঠেছে। যে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে দুর্ভোগ পড়তে হচ্ছে তার ঘনিষ্ঠদেরও। তাদের শরীরে করোনার জীবাণু না থাকা সত্ত্বেও পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে।
মানুষ তাও প্রিয়জনের কথা মাথায় রেখে এই দুর্ভোগ মেনে নিতে রাজি হচ্ছে। কিন্তু যদি কোনও মানুষের জন্য অবলা পশুদের সেই দুর্ভোগ সামলাতে হয়, তাহলে!
বিষয়টি শুনে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে ভারতের কর্ণাটকের টুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে। টুমাকুরু জেলার গোদেকেরে গ্রামের কয়েকটি ভেড়া ও ছাগলের শ্বাসকষ্ট হচ্ছে বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা স্থানীয় পশুপালন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বিষয়টির কথা জানান।
চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে ওই পশুগুলিরও করোনা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা।
পরে জানা যায়, ওই ভেড়া ও ছাগলগুলিকে যে দেখাশোনা করে সেই রাখালেরও শ্বাসকষ্ট হচ্ছে। এরপর ওই পশুগুলি ও তাদের রাখালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।