সৌদিতে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু, নতুন শনাক্ত ৪,৩৮৭
সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৮৭ জন।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র ড. মুহাম্মদ আল আব্দুল আলি। সময় তিনি জানান, গত একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৪৮ জন ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সংক্রমণের দিক দিয়ে ১৫তম স্থানে থাকা দেশ সৌদি আরবে এ পর্যন্ত ১৬ লাখ ৩৯ হাজার ৩১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮২১ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.