যুক্তরাষ্ট্রে দৈনিক এক লাখ মানুষ আক্রান্ত হতে পারে: ফউসি
যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে করোনাভাইরাস মহামারি। শেষ পাঁচদিনের চারদিনই দৈনিক ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে সেখানে। অবস্থা এতটাই ভয়াবহ যে, আক্রান্তের সংখ্যা দৈনিক এক লাখ করে বাড়লেও তাতে অবাক হবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফউসি।
মঙ্গলবার সিনেট কমিটির এক শুনানিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ফউসি বলেন, ‘পরিষ্কারভাবে এতে (মহামারি) আমাদের নিয়ন্ত্রণ নেই। যথেষ্ট সংখ্যক নাগরিক মাস্ক পরছে না বা সামাজিক দূরত্ব মানছে না।’
এ কারণে সংক্রমণ আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, ‘আমি নির্ভুল ধারণা করতে পারব না, তবে এটি খুবই ভয়াবহ হবে, তাতে গ্যারান্টি দিতে পারি।’ ‘কারণ, যখন দেশের একপ্রান্তে সংক্রমণ হবে, তখন অন্য প্রান্ত ভালো থাকলেও তারা অরক্ষিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.