গাজার শান্তি পর্ষদে ঔপনিবেশিক ছাপ
গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ গঠন’ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্ষদের চেয়ারম্যান তিনি নিজেই। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ব্লেয়ারের এই নিয়োগ আন্তর্জাতিক মহলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। ট্রাম্পের এ পদক্ষেপের সঙ্গে ১৯ শতকের উপনিবেশবাদী কার্যকলাপের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন তারা। আলজাজিরা, রয়টার্স।
ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন, যে কোনো সময়ের জন্য এই বোর্ড অত্যন্ত মর্যাদাবান একটা বোর্ড। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক এক্সিকিউটিভ বোর্ড সদস্য গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, শাসন ক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় আকারের অর্থায়ন ও মূলধন সংগ্রহ। টনি ব্লেয়ার এবং মারকো রুবিওর পাশাপাশি এই বোর্ডে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এ ছাড়াও রয়েছেন অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল। গাজার জন্য বোর্ডের উচ্চ প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়েছে সাবেক জাতিসংঘ দূত নিকোলে ম্লাদেনভকে। এদিকে শনিবার তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের অব্যাহত হামলা ও ফিলিস্তিনি হতাহতের মধ্যে শান্তি পর্ষদের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠন করা হলো। ইসরাইল ক্রমেই গাজার আরও বেশি ভূমি দখল করে চলেছে। স্যাটেলাইট ছবির বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গাজার কথিত হলুদ রেখা থেকে আরও গভীরে পৌঁছে গেছে ইসরাইলের সামরিক বাহিনী। এর আগে বুধবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা করেন। নতুন কমিটি প্রসঙ্গে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, ‘কমিটি গঠন সঠিক পদক্ষেপ। যুদ্ধবিরতি সুসংহত করা, যুদ্ধের পুনরাবৃত্তি রোধ, বিপর্যয়কর মানবিক সংকট মোকাবিলা ও ব্যাপক পুনর্গঠনের প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’