
‘ও মা, বাবায় দুধ লইয়া আইত না?’
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২০:৩৮
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নৈদিঘীর পাথর এলাকায় পাপ্পু মিয়াদের বাড়ি। গতকাল ৩০ জুন সোমবার সকালে ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের একজন সে। স্ত্রী–সন্তান ছাড়াও বাবা, মা আর এক বোনকে নিয়ে সংসার ছিল পাপ্পুর। অভাবের সংসারে পড়াশোনা হয়নি। কৈশোরেই তাই বাবা ও বড় দুই ভাইয়ের পথ ধরে শুরু করেছিল হকারির কাজ। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি ফল কিনে এনে কখনো মুন্সিগঞ্জের পথেঘাট