কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোস্তাফিজুর রহমান পেলেন মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার

সংবাদ প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৭:০৪

মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কারে নির্বাচিত হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ। বিভাগীয় কমিশনার হিসেবে সিলেটে কর্মকালের জন্য তাকে ২০১৯-২০২০ সালের এ পুরস্কারে নির্বাচিত করা হয়। এর আগে ডিজিটাল কর্মকা-ে অনন্য ভুমিকা রাখায় তিনি দেশসেরা সিলেট বিভাগের পুরস্কার অর্জন করেছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদ সুলতানা স্বাক্ষরিত এক পত্রে গত ২৮ জুন এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭ এর ৩.৩ অনুচ্ছেদ অনুযায়ী দেশের বিভাগীয় কমিশনারগণের মধ্য থেকে মো: মোস্তাফিজুর রহমান পিএএকে এ পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কার হিসেবে তিনি পাবেন এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র।

বিসিএস ১০তম ব্যাচের এ কর্মকর্তা গত ১৩ জানুয়ারি ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে সিলেটে কর্মরত অবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ বিভাগ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও