মোস্তাফিজুর রহমান পেলেন মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার
মন্ত্রিপরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কারে নির্বাচিত হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ। বিভাগীয় কমিশনার হিসেবে সিলেটে কর্মকালের জন্য তাকে ২০১৯-২০২০ সালের এ পুরস্কারে নির্বাচিত করা হয়। এর আগে ডিজিটাল কর্মকা-ে অনন্য ভুমিকা রাখায় তিনি দেশসেরা সিলেট বিভাগের পুরস্কার অর্জন করেছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদ সুলতানা স্বাক্ষরিত এক পত্রে গত ২৮ জুন এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০১৭ এর ৩.৩ অনুচ্ছেদ অনুযায়ী দেশের বিভাগীয় কমিশনারগণের মধ্য থেকে মো: মোস্তাফিজুর রহমান পিএএকে এ পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কার হিসেবে তিনি পাবেন এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সনদপত্র।
বিসিএস ১০তম ব্যাচের এ কর্মকর্তা গত ১৩ জানুয়ারি ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে সিলেটে কর্মরত অবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ বিভাগ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.